Blood Donor Organization Donates Food to Two Hundred Families in Daribase, Gitaldaha

নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ

লকডাউনের ফলে অনেক নিম্ন-মধ্যবিত্ত মানুষ অন্নসংস্থানে সমস্যায় পড়েছে। তার ওপর যুক্ত হয়েছে বর্তমান বন্যা পরিস্থিতি। ফলে বিভিন্ন জায়গায় অসহায় অবস্থার মধ্যে দিন কাটছে অনেক পরিবারের। এইরকম মানুষের দিকে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন।

বুধবার ফের কিছু দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো অর্গানাইজেশনের পক্ষ থেকে। সংস্থার সদস্যরা খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছিলো দিনহাটার গিতালদাহ এর পার্শ্ববর্তী এলাকায়। নদী পার করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দড়িবসে  দুশো দুঃস্থ পরিবারের হাতে  চিড়া, মুড়ি ও বিস্কুটের প্যাকেট তুলে দেয় তারা।



বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করেনা তারা। আজকের এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন ব্লাড ডোনার অরগানাইজেশনের কো-অর্ডিনেটর দীপক বর্মন, কোষাধ্যক্ষ রোহিত ইসলাম, সদস্য কুন্তল অধিকারী ও ধ্রুব সাহা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সদস্য কৌশিক সূত্রধর, বাঁধন কুমার সাহা, রাজ ইসলাম প্রমুখ।