সোমবার সিবিএসই-র ১২ ক্লাসের ফল প্রকাশিত হল। করোনার জেরে চলতি বছরে দ্বাদশ শ্রেণির বেশ কয়েকটি পরীক্ষা বাতিল হয়ে যায়। সেজন্য রিভাইজড অ্যাসেসমেন্ট স্কিম চালু করে বোর্ড। কোনও ছাত্র অন্যান্য সাবজেক্টে কত নম্বর পেয়েছে তার ভিত্তিতে বাতিল হওয়া পরীক্ষায় নম্বর দেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে সিবিএসই বাতিল হওয়া সাবজেক্টগুলিতে নতুন করে পরীক্ষা নেবে। তার নাম দেওয়া হয়েছে 'অপশনাল ইমপ্রুভমেন্ট স্কিম'। ছাত্র চাইলেই সেই পরীক্ষায় বসতে পারবেন, রেজাল্ট সংশোধন করা হবে।


রেজাল্ট জানতে পারবেন cbseresults.nic.in -এই ওয়েবসাইটে।