Latest News

6/recent/ticker-posts

Ad Code

সর্বদলীয় বৈঠকের ডাক মমতার, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, দিলীপ ঘোষকে ফোন


দিনের পর দিন বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্র লক ডাউন থেকে বেরিয়ে আনলকে হাটলেও বাংলা সহ সারা দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আর তাই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বুধবার ফের সর্বদল বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামীকাল দুপুর ৩টের সময় নবান্ন সভাগৃহে সর্বদলীয় বৈঠক হবে।

জানা গেছে একে একে বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও। জানা গেছে, আবদুল মান্নান পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না। অন্যদিকে, দিলীপ ঘোষের মেদিনীপুরে কর্মসূচি আছে, সেখানে না গিয়ে বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। উপস্থিত থাকতে পারেন সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code