করোনা সংক্রমণের জেরে সারা দেশে লক ডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি। দুর্দশা থেকে চরম দুর্দশার কবলে পড়ছে মানুষ। এমন পরিস্থিতিতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়ে চিঠি লিখলেন। করোনা সঙ্কটে এই নিয়ে মোদিকে দুবার চিঠি লিখলেন সনিয়া৷ আরও তিন মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ 

চিঠিতে সনিয়া লিখেছেন, 'অন্তঃদয়া অন্ন যোজনায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে আরও ৩ মাস দিক কেন্দ্র৷ যে ভাবে লকডাউনের শুরুতে ঘোষণা করা হয়েছিল৷ অর্থাত্‍ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তও বিনামূল্যে খাদ্যশস্য রেশনে দেওয়া হোক৷ এছাড়াও, দেশের একটা বড় অংশের গরিব পরিবারের রেশন কার্ড নেই৷ তাদের অস্থায়ী ভাবে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হোক৷'

প্রথম চিঠিতে তেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবার সরব হলেন খাদ্যশস্য রেশনে বণ্টন নিয়ে।