দিকে দিকে সোচ্চার হচ্চে আপার প্রাইমারী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ২৬জুন ২০২০: আপার প্রাইমারির নিয়োগ নিয়ে এবার সরব সারা রাজ্যের আপার প্রাইমারি প্রার্থীরা। দীর্ঘ সাত বছর ধরে আটকে রয়েছে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া। অপেক্ষার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছেন প্রার্থীরা।  MLA, MP, SDO, DM দের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে। একে একে সেই কর্মসূচী চলছে সারা রাজ্যে। 

এদিন কোচবিহার জেলার তুফানগঞ্জের বিধায়ক ফজল করিমকে আপার প্রাইমারির দ্রুত নিয়োগের দাবি জানিয়ে ডেপুটেশন দেন প্রার্থীরা। তার পরে পরেই তারা ডেপুটেশন দেয় তুফানগঞ্জ SI দ্রাবিড় দাস মহাশয়কে। তাদের দাবি, 'দীর্ঘ ৭ বছর আগে পরীক্ষা হলেও এখনও তা নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার, এই সাত বছরের জ্বালাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হোক। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। MLA, MP, DM, SDO দের মধ‍্য দিয়ে সরকারের কাছে এই বার্তা পৌছাক।'

তারা আরও জানিয়েছেন,  'আপার প্রাইমারি চাকরি প্রার্থী দের মধ্যে আজ কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। আবার অনেকেই টোটো, ভ্যান চালিয়ে ও চানাচুর বিক্রি করে দিন অতিবাহিত করছে।২৪০০০ মেরিট প্যানেল ভুক্ত আপার প্রাইমারি প্রার্থী ও তাঁদের পরিবার প্রতিনিয়ত বঞ্চনার স্বীকার হচ্ছে। যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত এই বঞ্চনা থেকে রেহাই দেওয়া হোক। আমাদের কাছে কোন কাজ ছোট নয়। তবু আমাদের যোগ্যতা অনুযায়ী আজন্ম লালিত শিক্ষকতার স্বপ্ন কে বাস্তবায়িত করার দাবি কখনও অন্যায় নয় বরং ন্যায্য। আমরা জানি মানবসম্পদের যথাযথ ব্যবহারের ফলেই একটা দেশ, জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে।  কিন্তু এক্ষেত্রে যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দিতে রাজ্য সরকার ব্যর্থ। এখন পরিস্থিতি যাই ই থাকুক না কেন আমাদের সমস্যা টা কিন্তু সুদীর্ঘ কালের। তাই আমরা আমাদের ন্যায্য দাবিতে যেকোনো পর্যায়ের আন্দোলনে যেতে প্রস্তুত।আমাদের এই অসহনীয় ও অবর্ণনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত কেস নিষ্পত্তি করে স্বচ্ছভাবে ও গেজেট মেনে আমাদের নিয়োগ দিন।পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে সচল রাখার দায়িত্ব নিন।'

আরও পড়ুনঃ আপার প্রাইমারি প্রার্থীদের আমরণ লড়াই! দ্রুত নিয়োগের দাবিতে বিধায়ককে ডেপুটেশন 

এই মর্মে একে একে MLA, MP, DM, SDO কে ডেপুটেশন দেওয়া হবে বলে তারা জানান। UNLOCK 1.0 চালু হয়ার পরপরি দীর্ঘ্য কয়েকবছর থেকে জমিয়ে রাখা ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে- দিকে দিকে সোচ্চার হচ্চে আপার প্রাইমারী প্রার্থীরা।

পাশাপাশি, ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে আপার প্রাইমারি সংক্রান্ত নিয়োগের সংক্ষিপ্ত বৃত্তান্ত 
  • ফেব্রুয়ারী ২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন 
  • ১৬/০৮/২০১৫- পরীক্ষা গ্রহন 
  • ১৪/০৯/২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ 
  • ২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • ২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ