how to correct your Provident Fund account information?

করোনা আবহের মধ্যেই ৫২.৬২ লক্ষ উপভোক্তার KYC আপডেট করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)৷ করোনা পরিস্থিতির মধ্যে EPFO উপভোক্তারা যাতে অনলাইন প্রভিডেন্ট ফান্ড (PF)-এর সুবিধা পেতে পারেন, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়৷

KYC আপডেটের ফলে একজন গ্রাহক তার নিজের ব্যাংক ডিটেইলস, প্যান এবং আধার নম্বর সঠিক থাকলে সহজেই অনলাইন পরিষেবা উপভোগ করতে পারবেন। আপনি নিজেও নিজের EPFO পোর্টালে সংশোধন করতে পারবেন। অনলাইনে জন্ম তারিখ, নাম এবং অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন। সংশোধনের ক্ষেত্রে বর্তমানে আধার কার্ডে থাকা জন্ম তারিখকে বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে। এছাড়াও আপনি আপনার মাসিক স্টেটমেন্টও দেখতে পারবেন।
কী ভাবে EPF অ্যাকাউন্ট এডিট এবং সংশোধন করবেন:
  • প্রথমে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট EPFO Unified Portal  যেতে হবে। 
  • তথ্য সংশোধন বা KYC আপডেট করার জন্য প্রয়োজন হবে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (UAN)। এই UAN  এবং পার্সওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • মডিফাই বেসিক ডিটেইলস’ এর পর ম্যানেজ অপশনে ক্লিক করুন।
  • আপনার দেওয়া তথ্য আধার কার্ডের সঙ্গে মিলে গেলে, কোনও পরিবর্তন করা যাবে না।  মিল না থাকলে প্রয়োজনীয় তথ্য সংশোধন করে নিতে পারবেন।
  • সবশেষ ‘আপডেট ডিটেইলস’-এ ক্লিক করতে হবে।

Here are the steps to make corrections in your PF account:

Step 1: Visit the official website of EPFO Unified Portal
Step 2: Log in using UAN and password
Step 3: Click on Manage and then select the option 'Modify Basic Details'
Step 4: If the details in your verified Aadhaar card are the same then they can't be edited
Step 5: If that is not the case, edit the details as per requirment
Step 6: Click on 'Update Details' and submit the corrections for approval
You need to have these four things to make changes in your PF account details:
  • Active UAN
  • Access to EPFO's Unified Portal website
  • Aadhaar number
  • Employer needs to forward the request online