Film director, script writer, and producer K.R. Sachidanandan, popularly known as Sachy, died at a private hospital here on Thursday. Suffered cardiac arrest, was on ventilator support. 

বিনোদন জগতে ফের নক্ষত্রপতন ৷ এবার চলে গেলেন জনপ্রিয় মালায়লম পরিচালক ও চিত্রনাট্যকার কে আর সচিদানন্দন ওরফে সাচি ৷ 

বৃহস্পতিবার ত্রিশূরের জুবিলি মিশন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ হাসপাতালের সূত্রে জানা গিয়েছে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৯। দু'দিন আগে অপর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় হৃদরোগে আক্রান্ত হন পরে তাঁকে ত্রিশূরের জুবিলি মিশন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভেন্টিলেটরের সাপোর্টে ছিলেন। হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল পরিচালকের জীবন বাঁচানোর চেষ্টা করছিল।

২০০৭ সালে ‘চকোলেট’ ছবিতে চিত্রনাট্যকার সেতুর সঙ্গে কো-রাইটার হিসাবে সিনে-জগতে পা রেখেছিলেন তিনি ৷ ‘রবিনহুড’, ‘মেকআপ ম্যান’, ‘সিনিয়রস’, ‘ডবলস’-এর মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেতু ও তিনি ৷

এরপর ২০১০ থেকে সাচি একাই ‘রান বেবি রান’, ‘রামলীলা’, ‘শার্লক টমস’, ‘ড্রাইভিং লাইসেন্স’-এর মতো ছবির চিত্রনাট্য লেখেন ৷ 

২০১৫ সালে ‘আনারকলি’ দিয়ে পরিচালনা শুরু করেন সাচি ৷ তাঁর পরিচালিত শেষ ছবি ছিল ‘আয়াপ্পন্নম কোশিয়াম’ ৷ 

এছাড়াও, সাচি একজন আইনজীবী ছিলেন। কেরালা হাইকোর্টের প্র্যাকটিস করতেন।