পশ্চিমবঙ্গে বড় দুর্নীতি হচ্ছে একথা বলে আগে ভাগেই মুখ্যমন্ত্রী ও আমলাদের সতর্ক করলেন রাজ্যপাল। রাজ্য়ের মানুষের স্বার্থে কড়া হাতে রাশ ধরতে হবে, যেভাবেই হোক দুর্নীতি আটকাতে হবে, দুর্নীতির বিরুদ্ধে "সার্জিক্যাল স্ট্রাইক" করতে হবে, এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে পরামর্শ দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের রাজ্যপাল হিসেবে সক্রিয় উঠছেন জগদীপ ধনেকড়।
জগদীপ ধনখড় জানান, সম্প্রতি তাঁর হাতে আসা বেশ কিছু রিপোর্ট থেকেই তিনি রাজ্যে আবারও একটি দুর্নীতির আশঙ্কা করছেন। তিনি লেখেন, "খুবই আশঙ্কাজনক রিপোর্ট পেয়েছি @MamataOfficial'' আশা রাখছি এই সব আবগারি রিপোর্ট সবই অসত্য। আরেকটি কেলেঙ্কারি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ! জনস্বার্থেই তাই এই দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানো আবশ্যিক হয়ে উঠেছে"
রাজ্যপাল আরও বলেছেন, "মানুষের সেবার কাজকেই অগ্রাধিকার দেওয়া জরুরি। অসাধু উপায়ে কোনও ধরণের স্বজন-পোষণ করা চলবে না। সব ক্ষেত্রেই স্বচ্ছ্বতা বজায় রেখে চলতে হবে।"
Social Plugin