করোনার ভয়াল দাপট সারা বিশ্ব জুড়ে অব্যাহত। করোনার রেশ ছাড়েনি বিশ্বের তাবড় তাবড় দেশ গুলোকেও। আক্রান্ত হচ্ছেন বাঘা বাঘা রাজনীতিবিদ থেকে সেলেবরা। এখনও তৈরি হয়নি ভ্যাকসিন তাই সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, স্যানিটাইজ এগুলি হয়ে দাঁড়িয়েছে করোনা থেকে বাচার উপায়। 

ভাইরাসের কবলে যাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে পড়তে না হয়, তাই মস্কোয় তাঁর বাসভবনে স্যানিটাইজ টানেল বসানো হলো। মঙ্গলবার রাশিয়ার একটি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, বাইরে থেকে যে কেউ পুতিনের সঙ্গে দেখা করতে গেলে সেই টানেলের মধ্য দিয়ে যেতে হবে।

স্যানিটাইজ টানেলের মধ্যে প্রবেশকারীদের চারিদিকে জীবানুনাশক ছড়িয়ে দেওয়া হচ্ছে। জীবানুনাশক সম্পূর্ণ রূপে স্যানিটাইজ করছে প্রবেশকারীর পোষাক ও সারা দেহ।