দিনের পর দিন বেড়েই চলছে করোনা। তারপরেও লক ডাউনের পথ ছেড়ে আনলক করতে উদ্যোগী হয়েছে সরকার। করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ প্রায় আড়াই মাস পর খুলতে চলেছে অফিস। অফিস খুললেও বিদায় নেয়নি করোনা তাই করোনার সাথে লড়তে নানাবিধ বিধি নিষেধ জারি করেছে সরকার। 

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা :
  • শুধুমাত্র উপসর্গহীন সরকারি কর্মী অফিসে আসতে পারবেন। কোনও কর্মীর যদি অসুস্থ হয়ে থাকে তবে তাঁকে বাড়িতেই থাকতে হবে।
  • অফিসের পদস্থকর্তা ও কর্মীরা কনটেইনমেন্ট জোনে রয়েছেন তাঁরা অফিসে আসতে পারবেন না। এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অফিসে আসার প্রয়োজন নেই।
  • একই সঙ্গে ২০ জনের বেশি কর্মীকে অফিসে থাকার অনুমতি নেই। এই ভাবেই অফিসের উপস্থিতির রোস্টার তৈরি করতে হবে। কিছু কর্মী বাড়ি থেকে কাজ করতে পারবেন।
  • অফিসে কাজের সময় সর্বদা মাস্ক ও ফেস শিল্ড পরে থাকতে হবে। যাঁরা গাইড লাইন মানবেন না তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্যবহৃত মাস্ক ও গ্লাভস হলুদ রঙের বায়োমেডিক্যাল ওয়েস্ট বিনে ফেলতে হবে। নিয়ম না মানলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
  • মুখোমুখি বৈঠক ও আলোচনা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। পদস্থ কর্তারা এক্ষেত্রে ভিডিও কনফারেন্স, ইন্টারকম ও ফোনের সহযোগিতা নিতে পারেন।
  • করোনা রুখতে আধ ঘণ্টা অন্তর সব কর্মীকে হাত ধুতে হবে।
  • বিদ্যুতের সুইচ, দরজার কড়া, এলিভেটরে সুইচ, বাথরুমের ফ্ল্যাশ, হ্যান্ড শাওয়ার, বেসিনের কলগুলি এক ঘণ্টা অন্তর স্যানিটাইজ করতে হবে।