গতকাল ভার্চুয়াল জনসভায় একের পর এক প্রশ্ন ছোড়েন বাংলার সরকারের উপর l

এই সভার মধ্য দিয়ে উঠে আসে একের পর এক বঞ্চনার কথা l "আয়ুষ্মান ভারত " ও "কিষান সন্মান নিধি " প্রকল্পের মত গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ বলে সুর চড়ান অমিত শাহ l তিনি বলেন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় চালু হয়ে যাবে আয়ুষ্মান ভারত প্রকল্প, যা লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের স্বাস্থ্য বীমার ব্যবহার করবেন l

অন্যদিকে কৃষকদের বঞ্চনার কথায় তিনি বলেন অম্ফানে বিধ্বস্ত বাংলার কৃষক তাঁদের প্রাপ্ত ছয় হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারের জন্য, সারা দেশের লক্ষ লক্ষ কৃষক এই সুবিধা পাচ্ছে কিন্তু বাংলার কৃষক এই দুর্দিনে সাহায্য পাচ্ছে না l

কি এই " কিষান সন্মান নিধি "?

দেশের যে সমস্ত কৃষকের দুই হেকটরের নিচে কৃষিজ জমি আছে তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন অথাৎ সমস্ত ক্ষুদ্র কৃষক এর সুযোগ পাবেন l

প্রতি বছর তিন ধাপে মোট ৬০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে, সারা দেশের প্রতিটি রাজ্যে এই প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয়নি l

রাজ্য সরকারের সম্মতি ছাড়া এই প্রকল্প চালু হবে না l

বাংলার লক্ষাধিক কৃষক এর আবেদন করলেও রাজ্য সরকারের অনুমতি ছাড়া কার্যকরী হচ্ছে না তাই তাঁরা নায্য পাওনা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে l

এদিন অমিত শাহ বলেন, রাজ্য সরকার রাজনৈতিক কারণে এটিকে আটকে রেখেছে, রাজ্য সরকার শনিবার অনুমতি দিক সোমবার কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা l

সারা দেশের কৃষকরা যেখানে এই সুবিধা পাচ্ছে আর রাজ্যের কৃষকরা এর থেকে বঞ্চিত রয়ে গেছে এই নিয়ে সুর চড়ান রাজ্য বিজেপি নেতৃত্বও l