বৃহস্পতিবার অসমের বাকসা জেলার কৃষকরাই অভিযোগ করেছিলেন ভুটান কোনভাবেই নিজেদের ভূখন্ডে কৃষকদের প্রবেশ করতে দিচ্ছে না, কালানদীর জল বন্ধ করে দিয়েছেন। জল আটকে অসমের কৃষকদের সমস্যায় ফেলেছে ভুটান সরকার।
এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ভুটানের বিদেশমন্ত্রকের। এক বিবৃতিতে ভুটানের বিদেশমন্ত্রক জানিয়েছে, "অসমের কৃষকরা কালানদীর জল খালের মাধ্যমে নিয়ে সেচের কাজে ব্যবহার করত। সেই জল দেওয়া নাকি আমরা বন্ধ করে দিয়েছি। তাতে সমস্যায় পড়েছেন বাকসা এবং উদালগুড়ির কৃষকরা। এটা অত্যন্ত ভয়াবহ অভিযোগ। গত ২৪ জুন ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবর। তাই আমরা স্পষ্ট করে দিতে চাই, এই ধরনের সংবাদ ভিত্তিহীন। ভুটান সেচের জল বন্ধ করেনি আর ভবিষ্যতে বন্ধ করার পরিকল্পনাও নেই।"
তাদের সঙ্গে অসমের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কেউ ফাটল ধরাতে চাইছে, অভিযোগ ভুটানের বিদেশমন্ত্রকের।
ভুটানের বিদেশমন্ত্রকের এই বিবৃতির পর অসমের মুখ্যসচিব কুমার সঞ্জয় টুইট করে জানান, "এই অভিযোগ ভিত্তিহীন। প্রাকৃতিক কারণেই সেচের জল সরবরাহ বন্ধ হয়েছে।"
ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতির ফলে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্কে চির ধরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনই দাবি ভারতের কূটনৈতিক মহলের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊