বিস্তারিত ভিডিওতে


সঞ্জিত কুড়ি, পূর্ববর্ধমান, ১৯জুন:

ভারত-চীন সীমান্তে চীনা সৈনিকের লাগাতার গুলিবর্ষণের প্রতিবাদে এবং ২০ জন শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আজ ব্যবসায়ী সুরক্ষা সমিতি  বিক্ষোভ দেখালো বর্ধমান কাছারি রোডের নেতাজি মূর্তির সামনে। 

মোমবাতি জ্বালিয়ে শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে দুই মিনিট নীরবতাও পালন করেন তারা।

পাশাপাশি ব্যবসায়ীর পক্ষ থেকে চীনা দ্রব্যের প্রতি ঘৃণা ও জিনিস পত্রের  ভাঙচুর এবং সাথে চীনা দ্রব্য বয়কট করার আবেদন জানান।