নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ২০২০ এর শান্তি পুরস্কার দিচ্ছে জার্মান পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স অ্যাসোসিয়েশন। ফাউন্ডেশন ফর দ্য পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড-এর অছি পরিষদ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনকে বেছে নিয়েছে। জানা গেছে, এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ১৮ অক্টোবর।

এক বিবৃতিতে ফাউন্ডেশনের জুরি জানিয়েছে, এক পথিকৃত্ শিক্ষাবিদকে শ্রদ্ধা জানানোর জন্য নির্বাচন করেছে, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক ন্যায়বিচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে তাঁর কাজ বর্তমানের মতোই চিরদিনের জন্যই প্রাসঙ্গিক। অমর্ত্য সেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সামাজিক সম্পদের মূল্যায়ণের ধারণা। যে মূল্যায়ণ সম্পূর্ণভাবে আর্থিক বৃদ্ধির বিভিন্ন সুচক ভিত্তিক নয়, তা সমাজের শরিক সমস্ত ব্যক্তি, বিশেষ করে দুর্বলতম সদস্যদের কাছে উন্নয়নের সুযোগের ওপরও নির্ভরশীল।

অমর্ত্য সেন ১৯৩৩ সালের ৩রা নভেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে জন্ম গ্রহণ করেন। ১৯৫৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি শেষ করার পরে পিএইচডি করেন কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে। ১৯৬০ সালে সেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, স্ট্যানফোর্ড, বার্কলে, অক্সফোর্ড এবং কেমব্রিজ সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি ২০০৪ সাল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও দর্শনের অধ্যাপনা করেন। 

১৯৯৮ সালে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পান। ১৯৯৯ সালে ভারতরত্ন পুরস্কার পান তিনি। সেন বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৯০ টিরও বেশি সাম্মানিক ডিগ্রি অর্জন করেছেন।