গালওয়ানের হামলায় ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, পোড়ানো হল জিনপিংয়ের কুশপুতুল, চিনা মোবাইল-চার্জারও। সোমবার গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত-চিন সীমান্ত এলাকায়। ওই সংঘর্ষে এখনও পর্যন্ত ভারতীয় সেনা জওয়ানদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে শোকস্তব্ধ দেশ। 

এদিকে, দেশের বিভিন্ন প্রান্তে হামলার প্রতিবাদে তৈরি হয়েছে ক্ষোভ। পটনায় জন অধিকারী পার্টির প্রধান পাপ্পু যাদব ও তাঁর অনুগামীরা মিলে চিন বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।জম্মুতে বজরং দলের সদস্য-সমর্থকেরা মিলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করলেন। রাজস্থানের বিকানেরে কংগ্রেসের সমর্থকেরা চিনের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখান। চিন বিরোধী বিক্ষোভে উত্তাল হল রাঁচিও। রাঁচিতে পুড়লো চিনা প্রেসিডেন্টের ছবি।

গুজরাতে মোবাইল-সহ চিনে তৈরি অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম বয়কটের ডাক দেওয়া হল। পোড়ানো হল বিভিন্ন চিনা মোবাইল-চার্জারও। প্রসঙ্গত করোনা সংক্রমণের পর চিনা অ্যাপ বাতিলের একটা হুজুগ ওঠে। অবশেষে চিনা অ্যাপ রিমুভার গুগল সড়াতে বাধ্যও হয়। এবার, চিনার হামলার পর মোবাইল সহ চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। 

হামলার প্রতিবাদে জম্মু-পুঞ্চ হাইওয়ে অবরোধ করলেন বিক্ষোভকারীরা। এমনকি টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সরব হন।