সারা দেশে করোনা মহামারীতে স্তব্ধ হয়েছিল গোটা দেশ l করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে l এই পরিস্থিতিতে দীর্ঘ লক ডাউন সাধারণ জনজীবনে এনেছে বহুল পরিবর্তন l ব্যাপক ক্ষতির মধ্যে দিয়ে চলছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান l সব থেকে বেশি প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের l 

বস্ত্র ব্যবসা থেকে রাস্তার পাশে থাকা হাজার হাজার খাবারের দোকান সবারই একই অবস্থা l 

এর ব্যাপক প্রভাব পড়েছে ডেকোরেটার্স ব্যবসায়, শুধু ব্যবসায়ীরা নয় সঙ্গে তাঁদের প্রতিষ্ঠানে যুক্ত হাজার হাজার কর্মী কর্মহীন হয়ে পড়েছে l

দীর্ঘ কয়েকমাস ধরে লকডাউনে নিষিদ্ধ ছিল বিবাহ ও সমস্ত রকম সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, এই সময়টাতেই কর্ম চঞ্চল থাকে সব প্রতিষ্ঠান l কিন্তু দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পরে ডেকোরেটার্স ব্যবসায় যুক্ত মালিক থেকে শ্রমিক সবাই l এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হন ডেকোরেটার্স ব্যবসায়ী সংগঠন l

প্রধানমন্ত্রীর কাছে তাঁরা অনেক কয়েকটি আবেদন করেন l

সেই আবেদনে সাড়া দেন প্রধানমন্ত্রী l 

সেই আবেদনের সব থেকে বড় পাওয়া হল ডেকোরেটার্স শিল্পকে কুটির শিল্পে অন্তর্ভুক্তিকরন l

এই মর্মে পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতির পক্ষ থেকে প্রত্যেক ডেকোরেটার্স ব্যবসায়ীকে নিন্মলিখিত আবেদন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হল l

Ministry of Micro Small and Medium (MSME), Govt. of India এর আওতায় সমস্ত ডেকোরেটার্স প্রতিষ্ঠানকে নাম নথিভুক্ত করার আবেদন করা হয় l

MSME তে নাম অন্তর্ভুক্তির মাধ্যমে সরকার ঘোষিত ঋণের গ্রহণে বিশেষ সুবিধা পাওয়া যাবে l

শুধু ঋণের ক্ষেত্রে নয় ভবিষ্যতে সরকারের ঘোষিত বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে l

বিনামূল্যে শুধু মাত্র ব্যবসায়ীর আধার কার্ড দিয়েই এই আবেদন করা যাবে যাতে প্রত্যেক প্রতিষ্ঠানের একটি নিজস্ব ভারত সরকার প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর থাকবে l

অনলাইনে আবেদন করার জন্য Clik করুন 

ওয়েবসাইটে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করা যাবে l

ডেকোরেটার্স ব্যবসায়ীদের এটি একটি বড় সাফল্য বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ ডেকোরেটার্স সমন্বয় সমিতি l