এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)-এর পক্ষ থেকে বৃহস্পতিবার সরকারীভাবে ঘোষণা করা হয় ২০২২ সালে মহিলা এশিয়া কাপের আসর বসতে চলেছে ভারতে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে AIFF-কে।
ভারতের সাথে আয়োজক দেশ হিসেবে লড়াই ছিল চাইনিজ তাইপে আর উজবেকিস্তান। গত ফেব্রুয়ারি মাসে নাম প্রস্তাবের পর এদিন ভারতকেই আয়োজক দেশ হিসেবে নির্বাচন করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)।
সরকারিভাবে দিন এবং ভেন্যুর নাম এখনও ঘোষনা করা হয়নি। তবে সূত্রের খবর, ২০২২ মহিলা এশিয়া কাপ শুরু হবে ডিসেম্বরে, চলবে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। এখনও যা ঠিক আছে তাতে আমেদাবাদ এবং নবি মুম্বইতে মহিলা এশিয়া কাপের ম্যাচগুলো হবে।
আয়োজক দেশ ভারত হওয়ায় ভারতকে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য যোগ্যতা পর্বে যোগ্যতা অর্জন করতে হবে না। ১২টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। তিনটি করে দেশকে চারটি গ্রুপে ভাগ করা হবে। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে বসছে মহিলাদের এশিয়া কাপের আসর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊