সুরশ্রী রায় চৌধুরীঃ 

আজ, শুক্রবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের স্নানযাত্রা। এই বিশেষ দিনে প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী শুভদ্রা স্নান করার জন্য স্নানবেদীতে আহরণ করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় 'পহণ্ডিবিজয়'। 

প্রতি বছর জৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ। অসুস্থ থাকেন টানা ১৫ দিন। এই ১৫ দিন জগন্নাথকে ৫৬ ভোগ দেওয়া হয় না। মন্দিরের দরজা থাকে বন্ধ। তাঁকে আয়ুর্বেদিক ভেষজ ভোগ নিবেদন করা হয়। শীতল প্রলেপ লাগানো হয় জগন্নাথের মূর্তিতে। তারপর আসে রথযাত্রা। 

আগামী ২৩ জুন রথযাত্রা। কার্যত স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্ট ডাউন। সাজো সাজো রব দেখা যায় পুরীতে। 

কিন্তু এবারে পরিস্থিতি একেবারেই আলাদা। সংক্রমণের কথা মাথায় রেখে অতি সাবধানে রথযাত্রা পালিত হবে। কিন্তু আজ স্নানযাত্রায় মানা হয় নি কোনো সামাজিক দূরত্ব ভক্তদের অনুপস্থিতিতে নির্ঘণ্ট মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়েছে। 

এই বিপুল আয়োজন সম্পন্ন করতে প্রচুর সেবায়েত পুরীর মন্দিরে জমায়েত হয়েছিলেন।