তিন দিনের WEBINAR এর আয়োজন করলো একলব্য পত্রিকা গোষ্ঠী। পত্রিকা সম্পাদক সম্রাট দাস জানান-" লকডাউনের কারনে এবার ডিজিটাল মাধ্যমেই আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। বিনামূল্যে রেজিস্ট্রেশন সহ সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে অংশগ্রহণকারীদের জন্য।"

আলোচনাচক্রের আহ্বায়ক জসর আহমেদ ইউসুফ হক জানান- আমাদের আহ্বায়নে সাড়া দিয়ে মোট সাতজন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আগামী ২৫ জুন থেকে ২৭ জুন সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। 

পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে -
  • আগ্রহী শ্রোতার বিনামূল্যে নিবন্ধিকরণ করতে পারবেন- নীচের লিঙ্কে ক্লিক করে । 
  • Registration 
  • রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর একটি ফেসবুক লাইভ লিঙ্ক দেওয়া হবে। প্রতিদিন সেই লাইভ লিঙ্কে উপস্থিতি জানাতে হবে। এক্ষেত্রে বক্তব্যের নিরিখে আপনার প্রশ্ন রাখতে হবে। 
  • ২৭ তারিখ আলোচনাচক্র সমাপ্ত হয়ে যাওয়ার পর ২৮ জুন-১ জুলাই পর্যন্ত আপনার মেইল বক্সে সার্টিফিকেটের ডিজিটাল সংস্করণ পাঠানো হবে। 
বিস্তারিত জানতে ভিজিট করুন-