করোনা আবহের জেরে সারা দেশে লক ডাউনে বন্ধ হয়ে যায় সমস্ত স্কুল- কলেজ। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। গত ১০ই জুন সাংবাদিক বৈঠকে স্কুল কলেজে পঠন পাঠন কবে শুরু হবে এনিয়ে সংশয় প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে খুলবে স্কুল কলেজ এনিয়ে জল্পনা চলছেই অভিভাবক-অভিভাবিকা ও ছাত্র- ছাত্রীদের মধ্যে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন জুলাই মাসেও খুলবে না রাজ্যের স্কুল, কলেজ। আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রশাসনিক কাজকর্ম চলবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেই এই সিদ্ধান্ত বলেই জানান শিক্ষামন্ত্রী।
এদিকে, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আগামী ২৬শে জুন বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত বলেই জানানো হয়েছে। অন্যান্য রাজ্য ও সুপ্রীম কোর্টের ওপর নজর রাখছে রাজ্য, তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে চুড়ান্তভাবে জানানো হবে বলে জানা যাচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊