করোনা আবহে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা পরের থেকেই রাজ্যের বিভিন্ন জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা  এবং তাদের অভিভাবকরা  সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও পোস্ট করে, বার্তা প্রেরন করে নানা ভাবে বিরোধ করেছে । একই সাথে এই পরীক্ষা বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রীম কোর্টে । তাই  রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং সিবিএসই’র পরীক্ষার ভাগ্য  সুপ্রিম কোর্টে হওয়া জনস্বার্থ মামলার রায়ের উপররেই নির্ভর করছে। আজ ছিল সেই মামলার  শুনানি। সমস্ত ছাত্র-অভিভাবক-শিক্ষক তাকিয়ে ছিলেন সুপ্রীম কোর্টের রায়ের দিকেই। 

কিন্তু আজও নেওয়া হয়নি চুড়ান্ত সিদ্ধান্ত। সুপ্রীম কোর্ট জানিয়ে দিল পরবর্তী শুনানি আগামি ২৫শে জুন দুপুর ২টায় হবে। সুপ্রীম কোর্টের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ।