Latest News

6/recent/ticker-posts

Ad Code

অয়েল ইন্ডিয়ার গ্যাসের কূপে ভয়াবহ অগ্নিকাণ্ড


করোনা আবহের মাঝেই মঙ্গলবার আসামের অসমের তিনসুকিয়ার বাঘজানে অয়েল ইন্ডিয়ার গ্যাসের কূপে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই আগুনই ভয়ঙ্কর আকার নেয়। শেষ পাওয়া খবর পর্যন্ত এই অগ্নিকান্ডের জেরে ২জন প্রাণ হারিয়েছেন। মৃত দুজনের দেহ উদ্ধার হয়েছে বলেই জানা গেছে। 

পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ওই কূপের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই খবর। অসমের কংগ্রেস সাংসদ রিপুন বরা কেন্দ্রীয় তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।

অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সানোয়াল জানান, আগুন এখনও ৫০ মিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের প্রায় ২৫-২৮ দিনের প্রয়োজন। আমরা সফলভাবে সেই অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী মোদী রাজ্যকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

Ad Code