করোনা আবহের মাঝেই রেশন ব্যবস্থা থেকে করোনা পরিস্থিতি সবটাতেই রাজ্য- রাজ্যপাল বিরোধ চরম আকার ধারন করেছে। ফের আজ আবার রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল। 

আজ টুইটে রাজ্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। ট্যুইটে তাঁর অভিযোগ, রাজ্যের শাসকদলের সামনের সারির কর্মী হিসেবে পুলিশ ও প্রশাসন কাজ করছে, এমন উদ্বেগজনক রিপোর্ট এসেছে। এটা চলতে পারে না। একে উপেক্ষা করা হবে না। যাঁরা এটা করছেন তাঁদের এর ফল ভুগতে হবে এবং মূল্য দিতে হবে। আইন অনুযায়ী কাজ করুন।

পাশাপাশি রাজ্যপালের বার্তা, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ও নির্বাচনে রিগিং বন্ধ হলেই গণতন্ত্র বাঁচবে। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী, যে করে হোক রাজ্যে সাইলেন্ট ও সায়েন্টিফিক রিগিং তিনি বন্ধ করবেন বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল