গত ১৫ই জুন ভারত-চিন সীমান্ত পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত ও চিনা সেনার মুখোমুখি সংঘর্ষে শহীদ হন ২০ জন জওয়ান। এরপরেই সারা দেশ ক্ষোভে ফুঁসছে, চলছে চিনা দ্রব্য বয়কটের ডাক। শহীদ বীর সেনাদের স্মরণে দেশের বিভিন্ন প্রান্তে মোমবাতি মিছিল, শহীদ স্মরণে সামিল হয়েছে হাজার হাজার মানুষ। 

এদিন, সীমান্তবর্তী এলাকা দিনহাটার বুড়িরহাট ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় খট্টিমারি বাজারে গালওয়ান উপত্যকার বীর সেনা শহীদ স্মরণে মৌন মিছিল এর পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িরহাট 2 নং অঞ্চল প্রধান মাননীয় সুশান্ত বর্মন, উপপ্রধান ফনিভূষণ বর্মন, পরিমল দাস অন্যতম অঞ্চল নেতৃত্ব প্রদীপ কুমার বর্মন, মদন বর্মন প্রমুখ নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মীবৃন্দ।