করোনা সংক্রমণের জেরে ক্রিকেটের নিয়মকানুন পরিবর্তন এসেছে। বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার এই পথে হেঁটে লাসিথ মালিঙ্গা কে ট্যুইটারে বার্তা দিলেন স্বয়ং সচিন টেন্ডুলকার। বাহারী রঙের চুলের সাথে অস্বাভাবিক বোলিং অ্যাকশন এর জন্য বেশ জনপ্রিয় শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এছাড়াও বল করার শুরুতে প্রতিবার রানআপ এর সময় বলে চুমু দেন তিনি।
নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি রসিকতার সুরে বলেন,"ICC এর নতুন নিয়মানুযায়ী কোনো একজনকে তাঁর রান আপের অভ্যেস পাল্টাতে হবে। কি বলো মালি?"
A certain someone will have to also change his run up routine with the new @icc rules! What say Mali?😋#LasithMalinga pic.twitter.com/rHqbXZ3LMj
— Sachin Tendulkar (@sachin_rt) June 23, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊