Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৫০ কেজি গাঞ্জা উদ্ধার করল পুলিশ


করোনা আবহের মাঝে আবারও বড়ো সাফল্য জলপাইগুড়ি পুলিশের। গতকাল ১৫০ কেজি গাঞ্জা উদ্ধার করে জলপাইগুড়ি থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গোশালা মোড়ের কাছে একটি ট্রাককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ১৫টি প্যাকেটে ১৫০ কেজি গাঞ্জা উদ্ধার করে পুলিশ। জানা গেছে, চালকের কেবিনে লুকিয়ে পাচার করা হচ্ছিল ওই গাঞ্জা গুলো। কিন্তু পুলিশের তৎপরতায় উদ্ধার হল।

সূত্রের খবর, আসাম- নাগালান্ড সীমান্তের লাহুরিজান থেকে আসছিল ট্রাকটি। পাশাপাশি, তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad Code