করোনা এবং লকডাউন পরিস্থিতিতে আজ সারা ভারত যুবলীগ এর দিনহাটা মহকুমা কমিটির পক্ষ থেকে দিনহাটা-২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে একটি দাবীমূলক আবেদন জমা করা হয়। 

কমিটির পক্ষ থেকে জানানো হয় যে কর্মহীন যুব সমাজের এবং কর্মসন্ধানী ঘরে ফেরা শ্রমিকদের জীবন জীবিকার প্রয়োজনে, সাথে সাথে করোনা মোকাবিলাকে উদ্দেশ্য করেই তাদের দাবীগুলো পেশ করা হয়েছে।

 তাদের অন্যতম দাবীসমূহ হল-

১। করোনার নমুনা পরীক্ষা জেলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে দ্রুত শুরু করার ব্যবস্থা করতে হবে।

২। কোয়ারাইনটেন্ট সেন্টারে দ্রুত নমুনা পরীক্ষা সহ স্বাস্থ্য সম্মত থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে।

৩। হোম কোয়ারাইন্টাইনের আবাসিকদের নমুনা পরীক্ষা সহ খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে।

৪। ঘরে ফেরা কর্মসন্ধানী শ্রমিকদের দ্রুত কাজের ব্যবস্থা করতে হবে এবং ১০ হাজার টাকা এককালীন ভাতা ও বিনামূল্যে রেশন দিতে হবে।

৫। লকডাউন প্রক্রিয়ায় কর্মহীন গৃহ শিক্ষকদের এককালীন ১০ হাজার টাকা ভাতা এবং বিনামূল্যে রেশন দিতে হবে।