সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমানঃ 

করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে লক ডাউন পর্ব থেকে বেড়িয়ে আনলক -এর পথে হেঁটেছে কেন্দ্র। লক দাউনের জেরে বন্ধ দোকান পাঠ থেকে অফিস আদালত আনলকে ধীরে ধীরে খুলতে চলেছে সব কিছুই। যদিও বাদ চলে গেছে শুধু কনটেইনমেন্ট জোন। এমন পরিস্থিতিতে নাকাল যেমন আম মানুষ তেমনি নাকাল ভবঘুরে থেকে সকল অসহায় দুঃস্থ পরিবার। 

এদিন, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি ও বর্ধমান জেলা নাপিত এবং সেলুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব বর্ধমানের ভবঘুরে মানুষদের চুল দাড়ি কেটে দেওয়া হয়। পাশাপাশি, করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে তাঁদের সাবান, স্যানিটাইজার প্রদান করার পাশাপাশি সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়। 

এই যৌথ উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট মহল।