Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্তের প্রয়াণে শোকবার্তা ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির


৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড থেকে দেশ। একজন হাসি খুশি মেজাজের অভিনেতাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা থেকে শুরু করে বলিউড তারকরা শোক প্রকাশ করেছেন। ৩৪ বছরে জীবনের দৌড় থামিয়ে দেওয়া এই অভিনেতার একাধিক বিষয়ে আগ্রহ ছিল। ৫০টি স্বপ্নের লিস্ট তিনি প্রকাশ করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে। নিজের ফ্ল্যাটে বসিয়েছিলেন টেলিস্কোপ। কোয়ান্টাম ফিজিক্স, জ্যোতির্বিদ্যা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন তিনি। বলিউডি তারকার এহেন মহাকাশ-প্রীতির কথা পৌঁছেছিল ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির কাছে।

ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি সরকারি ট্যুইটার হ্যান্ডলে সুশান্তের মতো একজন মহাকাশ অনুরাগীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। তাঁরা লেখেন, সুপরিচিত ভারতীয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর চাঞ্চল্যকর খবরে গভীর শোকাহত আমরা। তিনি এসটিইএম শিক্ষার কট্টর সমর্থক ছিলেন, তাতে বিশ্বাস করতেন, সোস্য়াল মিডিয়ায় ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটিকে ফলোও করতেন। ২০১৯ এর গ্রীষ্মে ইউনিভার্সিটির সেন্ট্রাল ক্যাম্পাস সফরের আমন্ত্রণ গ্রহণও করেছিলেন, যদিও অন্য় অগ্রাধিকার চলে আসায় তিনি আর স্ট্র্যাসবোর্গ আসতে পারেননি। আমাদের সমবেদনা, প্রার্থনা রইল সুশান্ত সিংহ রাজপুত, তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি। ভারত ও সারা দুনিয়াব্যাপী তাঁর অনুরাগীদের মনে চিরকাল অম্লান থাকবে তাঁর স্মৃতি।

Ad Code