সুরশ্রী  রায়  চৌধুরী: 

সম্প্রতি কাশ্মীরি পণ্ডিত অজয় পণ্ডিত (ভারতী)-র মৃত্যুর পর একে একে প্রতিবাদ জানাচ্ছেন বলিউডের সেলেবরা। কঙ্গনা রানাউত আগেই প্রতিবাদ জানিয়ে বলেন, বলিউড সেলেবদের অনেকেই বিষয়ভিত্তিক ধর্ম নিরপেক্ষতা নিয়ে সরব হন। সব বিষয়ে মুখ তাঁরা খোলেন না বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী। 

কঙ্গনা রানাউতের ক্ষোভের পর বিষয়টি নিয়ে সরব হন প্রীতি জিনটা। কঙ্গনার সুরে সুর মিলিয়েই কাশ্মীরি পণ্ডিতের খুন নিয়ে সরব হন তিনিও।

সম্প্রতি অনন্তনাগের লুকবাওয়ানের লরকিপোরায় জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় গ্রামপ্রধান অজয় পণ্ডিত। বছর ৪০-এর ওই ব্যাক্তিকে গুলিতে ঝাঁঝার করে দেয় জঙ্গিরা। অজয় পণ্ডিতের মৃত্যুর পরও উপত্যকা থেকে সরেনি তাঁর পরিবার। এমনকী, জঙ্গিদের ভয়ে তাঁরা উপত্যকা ছেড়ে কোথাও যাবেন না বলে স্পষ্ট জানান অজয়ের পরিজনরা।


অজয় পণ্ডিতের মৃত্যুর পর শোক প্রকাশ করেন অনুপম খের, অশোক পণ্ডিত এবং কঙ্গনা রানাউতরা। বলিউডের অন্য সেলেবরা কেন অজয় পণ্ডিতের মৃত্যু নিয়ে মুখ খুললেন না, তা নিয়ে প্রশ্ন তোলেন বলিউড কুইন। শুধু তাই নয়, কোনও জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে তখন মুখ খোলেন সেলেবরা। যদি কখনও কাউকে বিচার দিতে হয়, সে বিষয়ে সেলেবরা সব মুকে কুলুপ এঁটে থাকেন বলেও কটাক্ষ করেন কঙ্গনা।