করোনার থাবায় বিধ্বস্ত বিশ্ব। এখনও আবিষ্কার হয়নি প্রতিষেধক। তবে নানা মুনির নানা মত করোনা ভাইরাসকে পরাজিত করতে। দ্য কনভার্সেসন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে চমৎকার এক দাবি করা হয়েছে। ১৯৯৮ সালে নোবেলজয়ী লুই জে ইগনারো খবরটি লিখেছেন।
নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস নিলে করোনা রুখে দেওয়া যাবে! বলেই দাবি করা হয়েছে এই প্রতিবেদনে। নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করতে হবে আর মুখ দিয়ে ছাড়তে হবে! তাতেই আটকে দেওয়া যাবে করোনার বিপদ।
নোবেলজয়ী লুই জে ইগনারোর লেখায় বলা হয়েছে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে তা পরিত্যাগ করাটা ভীষণ উপকারী পদ্ধতি। এতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এতে ফুসফুসে রক্ত সঞ্চালন বাড়ে ও গোটা শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। নাক দিয়ে নিঃশ্বাস নিলে নাইট্রিক অক্সাইউ সরাসরি ফুসফুসে পৌঁছয়। এতে এন্ডোথেরিয়াম তৈরি হয়। এন্ডোথেরিয়াম উচ্চ রক্তচাপ রোধ করে। পাশাপাশি আর্টারিতে রক্ত জমাট বাঁধতে পারে না। পাশাপাশি প্রতিরোধ করা যায় করোনার জীবাণুকেও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊