BSNL-গ্রাহকরা পাচ্ছে দারুন সুবিধা, সময় সীমা পিছিয়ে দিল এই Recharge Plan এর
499 টাকা প্রিপেড প্ল্যান রিচার্জের সময় সীমা পিছিয়ে দিল BSNL। দুমাস বাড়িয়ে দেওয়া হয়েছে যারা 499 টাকার প্ল্যান ব্যবহার করছেন। 40Mbps স্পিডের এই প্ল্যানের রিচার্জের শেষ দিন পিছিয়ে 09 সেপ্টেম্বর করা হয়েছে। কলকাতা, সিকিম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
499 টাকা প্ল্যানে 40Mbps স্পিডে মাসে 300GB ডেটা ব্যবহার করা যাবে। ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হবে। এছাড়াও থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল করার সুবিধা। BSNL এর দেওয়া এই সুবিধাতে লকডাউনের মাঝে থাকা ব্যক্তিরা কিছুটা হলেও সুবিধা লাভ করতে চলেছে।
Social Plugin