ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে দীর্ঘ প্রায় মাস খানেক ধরে উত্তেজনার পারদ চরমে। তবে, যুদ্ধংদেহী মনোভাব নেই কারও। দু'দেশই আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পক্ষপাতী। দুই দেশের সেনাকর্তাদের মধ্যে বৈঠকে আলোচনার মাধ্যমে জট কাটানোর পক্ষে মত দিয়েছেন। জানা গিয়েছে, সীমান্তের ওপাড়ে ইতিমধ্যেই উত্তর-পশ্চিম চিনে সেনা মহড়া শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। যদিও চিনের এই তত্‍পরতা নিয়ে নতুন করে মুখ খোলেনি দিল্লি। কেন্দ্রের এই নীরবতা নিয়েই এবার সুর চড়ালেন রাহুল গান্ধী।

সীমান্ত বিবাদ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অমিত শাহকে বিঁধে টুইট করেন তিনি। সীমান্তের কি পরিস্থিতি, তা সবাই জানে। দেশবাসীকে মিথ্যা আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর।'

রবিবার বিহারের ভার্চুয়াল সভায় অমিত শাহ দেশের প্রতিরক্ষা নীতি নিয়ে নিজেই প্রশংসা করেন শাহ। তাঁর দাবি সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে আমেরিকা, ইজরায়েলের পরেই ভারত। শাহের এই দাবিকেই কটাক্ষ করেছেন রাহুল।

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল লেখেন, 'দেশবাসী ভালো করেই জানেন ভারতের সীমান্তের পরিস্থিতি ঠিক কী। দেশের বাসিন্দাদের খুশি রাখতে আপনার এই ভাবনা ভালো একটি উপায়।'