ফিরে এল Whatsapp এর পুরোনো নিয়ম

করোনা আতঙ্ক গ্রাস করে নিয়েছে গোটা বিশ্ববাসীকে। ভারতেও প্রভাব বিস্তার করেছে এই মারণ ভাইরাস, দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তাই সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। সমস্ত কর্ম স্থল থেকে শুরু করে শিক্ষাজীবন সবকিছুতেই সৃষ্টি হয়েছে বিশাল বাধা, প্রায় নিস্তেজ হয়ে পরেছে জনজীবন। এমন অবস্থায় সবার ভরসা ইন্টারনেট। আর এমন অবস্থাতে লোকের Whatsapp স্ট্যাটাসের ব্যবহার কয়েকগুন বেড়ে গিয়েছিল। তাই Whatsapp তাদের সার্ভারে লোড কমাতে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল। মার্চের শেষের দিকে Whatsapp তাদের স্ট্যাটাস ভিডিওর সর্বাধিক সময়সীমা 30 সেকেন্ড থেকে কমিয়ে 15 সেকেন্ড করে দিয়েছিল। 

তবে Whatsapp পুনরায় তাদের স্ট্যাটাস ভিডিওর সময়সীমা গত ১৯শে মে বাড়িয়ে ৩০ সেকেন্ড করে দিয়েছে । অর্থাৎ এখন আপনারা আবার পুনরায় আগের মত করে ভিডিও স্ট্যাটাস আপলোড করতে পারবেন। এটি প্রথমে বিটা পর্যায়ে ছিল, সকলের জন্য এই আপডেট রোল আউট করতে কিছুদিন সময় নিয়েছে Whatsapp।