Latest News

6/recent/ticker-posts

Ad Code

WHO-এর একজিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন


WHO এর ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সভা প্রতি বছরই জেনেভায় বসে। এই বৈঠকে WHO-র নীতি নির্ধারিত হয়, বেছে নেওয়া হয় হু-র পরবর্তী ডিরেক্টর জেনারেল, গৃহীত হয় বিভিন্ন নীতিও। করোনা পরিস্থিতির জেরে ১৮ই মে থেকে দুদিনের সেই বৈঠক হচ্ছে ভার্চুয়ালে, যা প্রথমবার। 

এবার WHO-এর এগজিকিউটিভ বোর্ডের চেয়ারে ভারতের প্রতিনিধিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে ভারতীয় চেয়ারম্যান নিয়োগের প্রস্তাবে মোট ১৯৪টি দেশ স্বাক্ষর করেছে। সেই চেয়ারে বসানো হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে। 

২২মে প্রথম বৈঠকে বসবে ৩৪টি দেশের প্রতিনিধিদের নিয়ে গড়া নতুন এগজিকিউটিভ বোর্ড। এই কমিটির নেতৃত্ব দেবেন তিনি। সোমবারই ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন হর্ষ বর্ধন। তিনি করোনা ঠেকাতে ভারতের সক্রিয়তার কথা বলেন।

এর আগে দেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ২০১৬ সালে এই পদে ছিলেন।দায়িত্ব নেওয়ার পর বছরে দু' বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকের সভাপতিত্ব করতে হবে হর্ষ বর্ধনকে।

Ad Code