আজ SUCI(C) দলের পক্ষ থেকে সারা ভারত পরিযায়ি শ্রমিক বাঁচাও এর ডাক দিয়েছে। এরই অংশ হিসেবে দিনহাটায় একটি প্রতিবাদী মিছিল বের করেন দলের কর্মী সমর্থকেরা।
এদিনের এই মিছিলটি SUCI দলের দলিও কার্যালয় থেকে বেরিয়ে BDO অফিস এলাকা চত্ত্বর ঘুরে মদন মহন বাড়ি হয়ে সংহতি ময়দানে শেষ করা হয়।
কেন্দ্র এবং রাজ্য দোষারোপ ও লোক দেখানো রাজনীতি বন্ধ করে পরিযায়ি শ্রমিকদের সুষ্ঠুভাবে ফেরানো হোক ও প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার বন্ধবস্তো করার দাবি জানিয়েছেন। এছাড়াও যে সমস্ত শ্রমিক রাস্তায় প্রাণ হারিয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এর ব্যবস্থা দাবিও তোলা হয়।
উপস্থিত ছিলেন SUCI-এর দিনহাটা লোকাল কমিটির সম্পাদক কমরেড প্রদীপ রায়, আজিজুল হক , গুণধর বর্মণ, হরেকান্ত বর্মণ, তাপসী বর্মণ , জ্যোৎস্না খাতুন, মৃগাঙ্ক সরকার প্রমুখ ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊