The European Space Agency's Swarm Constellation (Photo Credits: ESA)

Earth's magnetic field is weakening in an area between Africa and South America, scientists with The European Space Agency (ESA) say

আবারও ফিরে আসছে ৩ লক্ষ বছরের পুরোনো ইতিহাস, একদিকে করোনা মহামারী, আমফান ও সূর্যের নিষ্প্রভ হওয়ার খবরে ভীত সভ্যতা l এরই মাঝে ফ্রান্সের ভূ - গবেষক দলের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য - পরিবর্তন হতে চলেছে ভূ- চুম্বকের মাত্রায় l 

ভূ- চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনে কি কি হতে পারে দেখা যাক - 

প্রথমেই পরিবর্তন আসবে পৃথিবীর আবহাওয়ার ঘটবে ভূমিকম্প, সুনামি ও সাইক্লোনের মত প্রাকৃতিক বিপর্যয়, 

দ্বিতীয় পরিবর্তন আসবে ইন্টারনেট ব্যবস্থায়, ভেঙে পরবে ইন্টারনেট ব্যবস্থা, বন্ধ হয়ে যাবে স্যাটেলাইট সিস্টেমের মত গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা l 

তৃতীয়ত- পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রই পৃথিবীকে হাজারো মহাজাগতিক ক্ষতিকর রশ্মি থেকে বাঁচিয়ে রেখেছে, পরিবর্তন আসবে পৃথিবীর ঘূর্ণনে যার ব্যাপক প্রভাব পরবে প্রাণীকুলে l 

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের মাত্রা ২৫০০০ - ৬৫০০০ ন্যানো টেসলা, যার সামান্য পরিবর্তনে আনতে পারে বিপর্যয় l মেরু প্রদেশে ঘটবে ব্যাপক পরিবর্তন l গবেষণায় উঠে এসেছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় এর পরিবর্তন হওয়ার সম্ভাবনা যার প্রভাব বিশ্ব জুড়ে l তবে গবেষক দলের গবেষণায় উঠে এসেছে এই পরিবর্তন বহু বছরের সময়কালে ধীরে ধীরে হচ্ছে যার প্রভাব আসতে চলেছে পৃথিবীতে l

source: india today

অনুগ্রহ করে ফেসবুক পেজটি লাইক করে নিয়মিত আপডেট পান-