শুক্রবার দক্ষিণবঙ্গে ধ্বংস লীলা চালিয়ে অম্ফানের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও ভোর থেকেই ঝড় আছড়ে পড়েছিল মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় l কিছু কিছু বাড়ির ক্ষতি হলেও বহু গাছ ভেঙে পরে l ব্যাপক ক্ষতি হয় আম, পাট ও ধানের l তবে এখানেই শেষ নয়। আজ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। 








শনিবার (২৩ মে) আবহাওয়ার পূর্বাভাস সংস্থা সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিমপং প্রভৃতি জেলাগুলিতে পরের দু'দিনে এক বা দুটি জায়গায় ভয়াবহ বাতাস এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 






পূর্বাভাস দপ্তরের হিসাবে, এই অঞ্চলগুলিতে, বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 24 শে মে থেকে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।