করোনা যুদ্ধে লড়তে কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতা, মন্ত্রী, অভিনেতা- অভিনেত্রীদেরও সেই ফান্ডে টাকা দিয়ে সাহায্য করেছেন। এবার, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

কোভিড-১৯ মোকাবিলায় আগামী এক বছর প্রতি মাসে নিজের বেতন থেকে ৫০ হাজার টাকা পিএম-কেয়ার্স ফান্ডে দান করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। জানা গেছে গত মার্চ মাসেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে একথা জানান তিনি। তারপর, কথামতো এপ্রিল মাস থেকে সেই ৫০০০০ টাকা কাটা শুরু হয় যা প্রধানমন্ত্রী কোভিড ত্রাণ তহবিলে জমা হচ্ছে।