এবার করোনা মহামারীর মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত তিনটি সংস্থা। রামধনু সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, প্রয়াস ও দুর্নিবার-ই-ম্যাগাজিনের সদস্যরা দিনহাটা বাবুপাড়া সংলগ্ন এলাকায় গিয়ে ত্রাণ দেয়।

তারা সেখানকার প্রায় ২০টির বেশি পরিবারের মধ্যে পরিবার পিছু ৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম সোয়াবিন,সাবান,মুড়ি,তেল ও বিস্কুট তুলে দেয়। সংস্থার প্রায় প্রত্যেকেই কলেজের ছাত্র-ছাত্রী। 


রামধনু গোষ্ঠীর পক্ষ থেকে মৃগাঙ্ক সরকার ও সোহেল রহমান সরকার বলে  ,"এ বছর তাদের সংস্থার পত্রিকার পঞ্চম বর্ষ ছিল;কিন্তু করোনা মহামারী পরিস্থিতিতে অনেক পরিকল্পনা থাকেলও সেগুলো সম্ভব হয়ে ওঠেনি তাই এমত অবস্থায় মানুষের পাশে থাকতে পেরে তারা খুশি"। 

প্রয়াস গোষ্ঠীর পক্ষ থেকে সুব্রত রায় জানায়,"দিনহাটার কিছু তরুণ যুবকদের একসাথে নিয়ে মানুষের পাশে এই সময় পাশে দাঁড়ানোর জন্যই তাদের এই উদ্যোগ"। 

অন্যদিকে দুর্নিবার ই ম্যাগাজিনের পক্ষ থেকে জেম সাহা বলে,"অনলাইন পত্রিকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি তাদের খাদ্যাভাবে নিজেদের সাধ্যমত যতটা সম্ভব করবো"।