অরবিন্দ শর্মাঃ

করোনার করাল গ্রাসে বিশ্ব। এমন পরিস্থিতিতে সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে চলছে লক ডাউন। সময়ের গন্ডি যতই পেরোচ্ছে ততই বাড়ছে সংক্রমনের সংখ‍্যা। এর জেরেই তৃতীয় দফায় লক ডাউন চলবে আগামী ১৭ই মে পর্যন্ত। কিন্তু লক ডাউন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া দুঃস্থ-অসহায় মানুষের পেটের টান মেটাতে অক্ষম হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে সরকার রেশনের ব‍্যবস্থা করলেও অনেক পরিবারের পক্ষে সেই পরিমান খাদ‍্য দিয়ে আহার মেটেনা। আর দুঃস্থ অসহায় মানুষদের সেই সাহায‍্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা এলাকার যুব সমাজের সৎ ভাবনা। তাঁদের একান্ত প্রচেষ্টা অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে চলছে।

আজ বিশিষ্ট আইনজীবি জাকেরিয়া হোসেন  অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। তার  আর্থিক সহযোগিতায় দিনহাটা ২নং ব্লক বুড়িরহাট-২-জি়.পি বাসন্তীরহাটে ৩০টি অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয় সমাজকর্মী রাজু রায়। 

রাজু রায় জানান- " আজ বিশিষ্ট আইনজীবী জাকেরিয়া হোসেন মহাশয়ের হয়ে আমি  দিনহাটা ২নং ব্লক বুড়িরহাট-২-জি়.পি বাসন্তীরহাটে ৩০টি অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী যেমন, চাল,ডাল,পেয়াজ,সোয়াবিন,মুড়ি দেওয়া হলো ।"