করোনা সংক্রমন রুখতে জারি হওয়া লকডাউনে প্ৰয়োজনীয় কাজকর্ম সুবিধামতো অনলাইনে করতে অনুরোধ করা হচ্ছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা। ব্যাঙ্ক ও আয়কর সম্পর্কিত মেসেজ করা হচ্ছে গ্রাহকদের যা পুরোটাই ভুয়ো। এই নিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও আয়কর বিভাগের পক্ষ থেকে ট্যুইট করে গ্রাহকদের সতর্ক করেছে।
ভারতের বৃহত্তম ঋণ প্রদানকারী সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ট্যুইট করে জানিয়েছে,"আয়কর দপ্তর থেকে আয়কর রিটার্ন সংক্রান্ত কোনোরকম মেসেজ পেয়েছেন? এগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণার ফাঁদ। এই ধরনের মেসেজগুলি এড়িয়ে চলুন।"
Received any message from the Income Tax Department, requesting you to put in a formal request for your refund? These messages are from fraudsters at play! Ensure you ignore and report the messages immediately. For more security tips, visit: https://t.co/ieol0YpxZe pic.twitter.com/lsTB6toOwT— State Bank of India (@TheOfficialSBI) May 4, 2020
আয়কর দপ্তরের পক্ষ থেকেও এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছে,"আয়কর প্রদানকারীরা আয়কর রিটার্ন সংক্রান্ত কোনোরকম লিঙ্কে ক্লিক করবেন না। এগুলি আয়কর দপ্তর থেকে আপনাকে পাঠানো হয়নি। বিশদে জানতে incometaxindia.gov.in সাইটে দেখুন।"
Taxpayers Beware!— Income Tax India (@IncomeTaxIndia) May 3, 2020
Please do not click on any fake link which promises to give refund. These are phishing messages and are not sent by the Income Tax Department. Please read the details carefully here https://t.co/90VSq32w0K #StaySafe #IndiaFightsCorona #StayAtHome#BeAware pic.twitter.com/gfF2RZDTpu
Social Plugin