Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেশন বন্টনের তদারকি করতে জলপাইগুড়ির জেলাশাসক


রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়িঃ আজ সারাদিন জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারি সঙ্গে ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি  শিবম রায় বসুনিয়া ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন  করলেন। 

COVID-19 এর এই মহামারির সময় সরকার নির্ধারিত  চাল ও আটা প্রত‍্যেকে যাতে সঠিক পান সেই দিকে নজর দেওয়ার জন‍্য এই পরিদর্শন বলে জানান জেলা শাসক।

প্রত‍্যেক রেশন দোকানের  মালিক কে সঠিক ভাবে বন্টন করার নির্দেশ  দেন।


Ad Code