রাহুল আলম, আমগুড়ি, ময়নাগুড়িঃ আজ সারাদিন জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারি সঙ্গে ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি  শিবম রায় বসুনিয়া ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন  করলেন। 

COVID-19 এর এই মহামারির সময় সরকার নির্ধারিত  চাল ও আটা প্রত‍্যেকে যাতে সঠিক পান সেই দিকে নজর দেওয়ার জন‍্য এই পরিদর্শন বলে জানান জেলা শাসক।

প্রত‍্যেক রেশন দোকানের  মালিক কে সঠিক ভাবে বন্টন করার নির্দেশ  দেন।