Latest News

6/recent/ticker-posts

Ad Code

লক ডাউনে দিনহাটার পুরোহিতদের পাশে চিকিৎসক


চলছে লক ডাউন, লক ডাউনের সময়সীমা কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে l ভারতে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যু হার, পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও l লক ডাউন কিছু ক্ষেত্রে শিথিল হলেও এখনো কর্মহীন বেশিরভাগ মানুষই l 

কেন্দ্র ও রাজ্য সরকার এই মানুষ গুলির পাশে দাঁড়ালেও নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য ক্রয় করতে পারছেন না বহু মানুষ l সমাজে দিন আনা দিন খাওয়া মানুষের পাশাপাশি যে সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পৌরোহিত্য করে সংসার চালান তাঁরা পড়েছেন মহাবিপাকে, লক ডাউনের নিয়ম অনুসারে সমস্ত রকম সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও জামায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ l 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


বৈশাখ মাস বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সাধারণত প্রচুর হয়ে থাকে কিন্তু লক ডাউনে সেগুলো হচ্ছে না এতে পৌরোহিত্য বন্ধ আছে, এরকমই চল্লিশ টি পরিবারের পাশে দাঁড়ালেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l যাকে আমরা ছিটমহল থেকে শুরু করে সমাজের প্রত্যেক মানুষের এই বিপদের দিনে পাশে দাঁড়াতে দেখেছি l 

চিকিৎসকের এই মহৎ উদ্যোগে এগিয়ে এসেছেন শ্রী কানু চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, অর্ঘ্য কমল সরকার, শিবু শর্মা প্রমুখরা l চিকিৎসকের এই উদ্যোগে খুশি দিনহাটার পুরোহিত মহল l

Ad Code