চলছে লক ডাউন, লক ডাউনের সময়সীমা কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে l ভারতে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বেড়ে চলেছে মৃত্যু হার, পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও l লক ডাউন কিছু ক্ষেত্রে শিথিল হলেও এখনো কর্মহীন বেশিরভাগ মানুষই l
কেন্দ্র ও রাজ্য সরকার এই মানুষ গুলির পাশে দাঁড়ালেও নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য ক্রয় করতে পারছেন না বহু মানুষ l সমাজে দিন আনা দিন খাওয়া মানুষের পাশাপাশি যে সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ পৌরোহিত্য করে সংসার চালান তাঁরা পড়েছেন মহাবিপাকে, লক ডাউনের নিয়ম অনুসারে সমস্ত রকম সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ও জামায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ l
নিয়মিত
আপডেট পেতে আমাদের
ফেসবুক পেজে যুক্ত
হতে ক্লিক
করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত
আপডেট পেতে আমাদের
ফেসবুক গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত
আপডেট পেতে আমাদের
whatsapp গ্রুপে
যুক্ত হতে ক্লিক
করুন পাশের
লিঙ্কে
|
চিকিৎসকের এই মহৎ উদ্যোগে এগিয়ে এসেছেন শ্রী কানু চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, অর্ঘ্য কমল সরকার, শিবু শর্মা প্রমুখরা l চিকিৎসকের এই উদ্যোগে খুশি দিনহাটার পুরোহিত মহল l
Social Plugin