দিন যতই গড়াচ্ছে বাড়ছে সংক্রমণের হার। এর জেরে কেন্দ্র সরকারের তরফে চতুর্থ দফার লক ডাউন ঘোষণা করা হয়েছে আগামী ৩১শে মে পর্যন্ত। পাশাপশি, স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি গাইড লাইন প্রকাশ করা হয়েছে। জারি করা হয়েছে একাধিক বিধি- নিষেধ। তবে তৃতীয় দফার লক ডাউনের থেকে কিছুটা হালকা। বেশ কিছু ক্ষেত্রে মিলেছে ছাড়।
নাইট কার্ফু কড়া ভাবে মানার কথা বলা হয়েছে গাইডলাইনে। গাইডলাইনে বলা হয়েছে যে, সন্ধে ৭ থেকে সকাল ৭টা পর্যন্ত ‘নাইট কারফিউ’ জারি থাকবে। জরুরি প্রয়োজন বাদে অনুমতি ছাড়া কখনই বেরনো যাবে না রাস্তায়, গাইডলাইনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে| এক্ষেত্রে প্রয়োজনে ১৪৪ ধারায় জারি করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। সাধারণ মানুষ নাইট কার্ফুর নিয়ম না মানলে কড়া শাস্তি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।
এছাড়াও, ৬৫+ বছরের বৃদ্ধ-বৃদ্ধা, শিশু ও গর্ভবতী মহিলাদের বাইরে বেরনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুব জরুরি কাজ কিংবা স্বাস্থ্যজনিত কারণ ছাড়া বাইরে না বেরনোর কথা বলা হয়েছে গাইডলাইনে।
Social Plugin