সুজাতা ঘোষ,বাগডোগরা: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের ফলে কাজের সূত্রে ভিন রাজ্যে যাওয়া বহু শ্রমিক আটকে পড়ে। কিন্তু ভিটেমাটি ও সন্তান-সন্ততির টানে হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হয়েছিল। শুধুমাত্র তাই নয়, ফেরার পথে তাঁদের নানান মর্মান্তিক দুর্ঘটনার একে একে ঘটেই চলছে। শেষমেষ সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। 

রাজ্যের তরফ থেকে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের দেখা মিললেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

গতকাল মালদা জেলার অন্তর্গত গাজল থানায় ভিন রাজ্যে আটকে থাকা বেশকিছু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন । তাঁদের থানার পক্ষ থেকে চা , বিস্কুট , মুড়ি, চানাচুর ও গুড় খেতে দেওয়া হয় এবং প্রায় ৭৫ জন শ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়। থানার পক্ষ থেকে এই সাহায্য পেয়ে সকলেই খুশি।