করোনায় জেরবার দেশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্রে। সোমবার থেকেই মহারাষ্ট্রেও লক ডাউন শিথিল হতে চলেছে । রবিবার রাজ্য সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে রেড জোন সহ সব জায়গায় মদের দোকান খোলা যাবে। তবে কনটেইনমেন্ট জোনে অঞ্চলে খোলা যাবে না মদের দোকান।
রাজ্য সরকারের এক নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে রেড জোনে পড়া জেলাগুলিতে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অত্যবশকীয় নয় এমন দোকানও খোলা যাবে। তবে মুম্বই, পুনে, পিম্পরি-চিন্চওয়াদ ও মালেগাঁও পৌরনিগমের আওতাধীন এলাকায় বেসরকারি অফিস খোলা যাবে না বলেই জানা গেছে। গ্রিন ও অরেঞ্জ বেসরকারি অফিস খোলা যাবে।
Maharashtra Government has issued a list of activities that will be allowed and not allowed in different zones of the state. #COVID19Lockdown https://t.co/5IgZmA8jhq pic.twitter.com/cyTEpAhn7m— ANI (@ANI) May 3, 2020
Social Plugin