যুদ্ধ হোক বা বিপর্যয় লড়াইয়ের প্রথম সারিতে থাকে সেনা। তবে এবার মারণ ভাইরাস করোনা যুদ্ধে সুপারহিরোর ভূমিকায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরাই। এছাড়াও, প্রথম সারিতেই পুলিশ, সাফাইকর্মী ও সংবাদকর্মীরাসহ রয়েছেন অন্যান্য যোদ্ধারা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবারই তিনবাহিনী প্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, করোনা যোদ্ধাদের রবিবার কুর্নিশ জানাবে ভারতীয় সেনা।
সেইমতোই আজ শ্রদ্ধা জানানো আরম্ভ হয়ে গেছে দেশের হাসপাতাল, পুলিশ মেমোরিয়াল গুলিতে। এদিকে কোয়ারেন্টাইন সেন্টারের সামনে ব্যান্ড বাজিয়ে সম্মান জানানো হল। নৌসেনার জাহাজগুলিতে লেখা হল ধন্যবাদ। সন্ধে বেলা সেই জাহাজগুলিতে আলো জ্বালিয়ে রাখা হবে করোনা যোদ্ধাদের সম্মানার্থে।
রাজ্যের রাজারহাট কোভিড হাসপাতাল, আলিপুরের কম্যান্ড হাসপাতাল, বেলেঘাটা আইডি, এমআর বাঙ্গুর হাসাপাতালের চিকিত্সকদের উপর পুষ্প বৃষ্টি করা হয়। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, রবিবার দেশের বিভিন্ন বড় শহরে পুলিশ মেমোরিয়ালে ফুল দেওয়া হয়।
#WATCH: Indian Air Force (IAF) helicopter showers flowers on All India Institute of Medical Sciences (AIIMS) in Patna to express gratitude and appreciation towards health workers fighting #COVID19. #Bihar pic.twitter.com/7TgyJVwEaR— ANI (@ANI) May 3, 2020
দিল্লিতে সকাল সাড়ে ১০টা থেকে ওয়েস্টার্ন এয়ার কম্যান্ডের ফাইটার জেট স্যার গঙ্গারাম হাসপাতাল, রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও দীন দয়াল উপাধ্যায় হাসপাতালের উপর ফুল ছড়াবে।
বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান রাজপথের উপর দিয়ে উড়ে যায়।
বায়ুসেনার সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও জাগুয়ার বিমান রাজপথের উপর দিয়ে উড়ে যায়।
এদিন দিল্লির নরেলাতে কোয়ারাইন্টাইন সেন্টারের সামনে ব্যান্ড বাজিয়ে সম্মান জানানো হয়।
#WATCH Indian Army band playing at the COVID19 quarantine centre in Delhi's Narela pic.twitter.com/Vu9rc8aXLN— ANI (@ANI) May 3, 2020
Social Plugin