Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়সড় রদবদল Jio এর ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে

বড়সড় রদবদল Jio এর ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানে

লকডাউনের মাঝে আবার বারবার মানুষের পাশে এগিয়ে এসেছিল মুকেশ আম্বানির Telecom সংস্থা Reliance Jio। গ্রাহকের মোবাইলে Data প্ল্যান অফার, কলিং সুবিধা থেকে শুরুকরে Free Data সবদিক থেকেই গ্রাহকদের সুবিধা দিচ্ছিল এই সংস্থা। কিন্তু এবার পুরো উল্টোটা ঘটল।

Reliance Jio তাদের ওয়ার্ক ফ্রম হোম প্যাকে এবার বড়সড় বড়সড় রদবদল আনলো। কয়েকদিন আগেই Jio তাদের গারহকদের জন্য তিনটি ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান এনেছিল- 151 টাকা, 201 টাকা ও 251 টাকা। আগে এই ডেটা প্যাকগুলির নির্দিষ্ট কোন ভ্যালিডিটি ছিল না। অর্থাৎ এই অ্যাড অন প্ল্যানগুলি আপনি ততদিন ব্যবহার করতে পারতেন যতদিন আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি থাকবে। তবে এবার কোম্পানি এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের বৈধতা নির্দিষ্ট করে দিল। এবার থেকে আপনি এই প্ল্যানগুলি ৩০ দিন ব্যবহার করতে পারবেন।
রিলায়েন্স জিওর 151 টাকার প্ল্যানঃ

রিলায়েন্স জিও 151 টাকার প্ল্যানে মোট 30 জিবি ডেটা মিলবে। সময়সীমা থাকবে 30 দিন।

রিলায়েন্স জিওর 201 টাকার প্ল্যানঃ

রিলায়েন্স জিও 201 টাকার প্ল্যানে মোট 40 জিবি ডেটা মিলবে। সময়সীমা থাকবে 30 দিন।

রিলায়েন্স জিওর 251 টাকার প্ল্যানঃ

রিলায়েন্স জিও 251 টাকার প্ল্যানে মোট 50 জিবি ডেটা মিলবে। সময়সীমা থাকবে 30 দিন।

যদিও অফার গুলিতে কোনো কলিং সুবিধা নেই। তবে কোম্পানির তরফে বলা হয়েছে সমস্ত ডেটাই হাই স্পিড ডেটা হিসাবে গ্রাহকরা ব্যবহার করতে পারবে।

Ad Code