লক ডাউনে যখন ঘরবন্দি মানুষ তখন সাহায্যের হাত বাড়িয়ে দিল Paytm। এই লক ডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক মানুষেরা। এটিএম-এ টাকা তোলবার মতো পরিস্থিতি নেই তাঁদের। তাই ঘরেই টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Paytm । দিল্লিতে প্রাথমিকভাবে এই পরিষেবা দিতে শুরু করেছে Paytm পেমেন্ট ব্যাংক। ব্যাংকের অ্যাপের মাধ্যমে ওই টাকা তোলার ব্যবস্থা করা যাবে বলে জানা গিয়েছে। এই বিশেষ সুবিধাটির নাম দেওয়া হয়েছে ক্যাশ অ্যাট হোম' ।
সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'ক্যাশ অ্যাট হোম' সুবিধা গ্রহণের প্রক্রিয়াটি সহজ এবং বিরামবিহীন। যে কোনও প্রবীণ নাগরিক, যিনি আমাদের সাথে সঞ্চয়ী অ্যাকাউন্ট রাখেন তাদের পছন্দসই পরিমাণ প্রবেশ করতে এবং অনুরোধ জমা দেওয়ার জন্য তাদের অ্যাপের অনুরোধ ট্যাবে ক্লিক করতে পারেন। ব্যাংক কার্যনির্বাহী অনুরোধটি উত্থাপনের 2 দিনের মধ্যে তাদের নিবন্ধিত ঠিকানায় অনুরোধকৃত পরিমাণ বিতরণ করবেন।
এই পরিষেবার মাধ্যমে সর্বনিম্ন ১০০০ টাকা ও সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত সুবিধা নিতে পারবে প্রবীন মানুষেরা।
We are happy to announce the launch of 'Door Step Banking Facility' for our senior citizens, differently-abled, and visually impaired customers residing in Delhi-NCR.— Paytm Payments Bank (@PaytmBank) May 15, 2020
Social Plugin